Janmashtami: ৩২ বছর পর কাশ্মীরের হান্ডওয়াড়ায় শোভাযাত্রা, শ্রীনগরেও নগরকীর্তন
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী (Janmashtami)। এবারের জন্মাষ্টমী অনেকটাই আলাদা কাশ্মীরি পণ্ডিতদের। উত্তর কাশ্মীরের হান্ডওয়াড়ায় ৩২ বছর বাদে নগরকীর্তনে বেরোলেন সনাতনীরা।
১৯৮৯ সালে শেষবার জন্মাষ্টমীতে নগরকীর্তন হয়েছিল হান্ডওয়াড়ায়। ৩২ বছর বাদে তাঁরা উদযাপন করলেন জন্মাষ্টমী।
শ্রীনগরেও শোভাযাত্রায় বেরিয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। সকালে গনপত্তর মন্দির থেকে শুরু হয় নগরকীর্তন। তার পর শহর পরিক্রমা।
ক্রালখুদ, বারবাবারশাহ হয়ে ঐতিহাসিক লালচকে পৌঁছয় শোভাযাত্রা। পথে প্রসাদ বিলিও করেন কৃষ্ণভক্তরা। সামিল হন মুসলিমরাও।
শোভাযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ছিল উপত্যকায়।
শোভাযাত্রার ভিডিয়ো পোস্ট করে বিজেপি নেতা শৌর্য দোভালের (Shaurya Doval) টুইট,'কাশ্মীরের লালচকে জন্মাষ্টমী উদযাপনের এক ঝলক। এই জায়গাতেই ১৯৯২ সালে জাতীয় পতাকা তুলতে গেলে প্রাণহানির ভয় ছিল।' আর একটি টুইটে তাঁর দাবি,'এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের জন্য।'