Krishna Janmashtami 2024: জেনে নিন, আজ কখন পড়ছে তিথি, কখন পুজোর শুভ মুহূর্ত, কখন শুরু নিশীথমুহূর্ত...

Soumitra Sen Mon, 26 Aug 2024-1:05 pm,

আজ, ২৬ অগাস্ট সোমবার সেই জন্মাষ্টমী তিথি। তিথি পড়েছে ভোররাত ৩টে ৩৯ মিনিটে।

পরদিন, ২৭ অগাস্ট মঙ্গলবার জন্মাষ্টমী তিথি ছাড়ছে রাত ২টো ১৯ মিনিটে।

তবে কৃষ্ণের জন্মক্ষণের কিছু নির্দিষ্টতা আছে। ২৬ অগাস্ট শুরু হচ্ছে বিকেল ৩টে ৫৫ মিনিটে। এই তিথি শেষ হচ্ছে বিকেল ৩টে ৩৮ মিনিটে।

নিশীথপুজোর সময় হল-- আজ রাত ১২টা ০১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট।

মধ্যরাতেও একটা শুভ মুহূর্তের নির্দেশ রয়েছে। সেটা হল রাত ১২টা ২৩ মিনিট।  

'ওম নম ভাগবতে বাসুদেবায়'-- এই মন্ত্র জন্মাষ্টমীর দিন অবশ্যই উচ্চারণ করতে হয়। এই মন্ত্র ছাড়া পুজো হয় না শ্রীকৃষ্ণের। এ বছরটি শ্রীকৃষ্ণের কত তম জন্মবর্ষ জানেন? বলা হচ্ছে, বছরটি শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মবছর! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link