৪০০ কিমি প্রতি ঘণ্টা! জাপানে পরীক্ষা শুরু বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের
বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন তৈরির ব্যাপারে অনেক আগে থেকেই ভাবনা-চিন্তা শুরু করেছিল জাপান। এবার সেই বুলেট ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হল।
আলফা-এক্স প্রযুক্তির এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। অর্থাত্, মিনিটে এই ট্রেন ৬ কিমি গতিতে ছোটার ক্ষমতাসম্পন্ন।
যদিও এখনই এই বুলেট ট্রেন ৪০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে না। পুরোদমে চালু হওয়ার পর ট্রেনটিকে সর্বোচ্চ ৩৬০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগে চালানো হতে পারে।
জাপানের এই ট্রেনটি থাকবে দশটি কামরা। পরীক্ষামূলকভাবে ট্রেনটি সপ্তাহে দুদিন করে জাপানের সেনডাই ও আমোরি শহরের মধ্যে চলাচল করবে। জাপানের এই দুটি শহরের মধ্যে দূরত্ব ২৮০ কিমি।
দুটি শহরের মধ্যে এই বুলেট ট্রেন চলবে মধ্যরাতের পর। ট্রেনটির সামনের দিকটা বেশ মজাদার দেখতে। দেখে মনে হবে যেন চোখা নাক বেরিয়ে রয়েছে সামনের দিকে।