EXPLAINED | Team India New Captain | BGT 2024: অনেক হয়েছে! এবার তিনিই পাকাপাকি অধিনায়ক? বুমরার বিরাট বিবৃতিতে ধেয়ে এল মহাপ্রলয়...
রাত পোহালেই প্রতীক্ষার অবসান। অজিভূমে অ্যাসিড টেস্ট ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজের বোধনে প্য়াট কামিন্স ও জসপ্রীত বুমরা। ২২ নভেম্বর থেকে পারথে শুভারম্ভ ইন্দো-অজি মহাযুদ্ধের। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। রোহিত শর্মা আপাতত পিতৃত্বকালীন ছুটিতে। ফলে সহ-অধিনায়ক বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছে পারথ টেস্টের দায়িত্ব।
অতীতেও স্ট্য়ান্ড-ইন অধিনায়ক হিসেবে পাওয়া গিয়েছে বুমরাকে। ফের একবার দায়িত্বে তিনি। বুমরা বললেন, 'অধিনায়ক হওয়া সম্মানের। আমার নিজস্ব স্টাইল ও উপায় রয়েছে। বিরাট আলাদা, রোহিত আলাদা। অধিনায়কত্ব এক বিশেষাধিকার! আমি যা পদ হিসেবে দেখি না। আমি দায়িত্ব নিতে ভালোবাসি। রোহিতের সঙ্গে আগে কথা বলেছি আমি। কিন্তু এখানে আসার পর দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে কিছুটা স্পষ্টতা পেয়েছি।'
বুমরা সাংবাদিক বৈঠকে ঠারেঠোরে বুঝিয়েই দিলেন যে, অনেক হয়েছে! এবার তাঁকেই করা হোক অধিনায়ক, বুমরার সংযোজন, 'আমি সবসময় পেসারদের অধিনায়ক হওয়ার পক্ষে সওয়াল করেছি। কারণ তারা ট্য়াকটিক্য়ালি এগিয়ে। কামিন্স দুর্দান্ত কাজ করেছে। আমাদের সামনে কপিল দেব থেকে শুরু করে এরকম অনেক মডেলই আছেন। যাঁরা অতীতে নেতৃত্ব দিয়েছেন। আশা করি নতুন এক ট্র্যাডিশন শুরু হবে...'
এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এখনও ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! তবে বুমরা বলছেন নিউ জিল্যান্ড অতীত।
বুমরা নিউ জিল্যান্ড সিরিজের প্রসঙ্গে বলেন, 'আপনি কোনও সিরিজ জিতে বা হেরে, নতুন সিরিজ শুরু করেন, তখনও শূন্য থেকেই শুরু করেন। আমরা ভারতের কোনও লাগেজ এখানে নিয়ে আসিনি। তবে হ্যাঁ, নিউ জিল্যান্ড সিরিজ থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেখানকার পরিস্থিতি আলাদা ছিল। এখানেও আলাদা।