Jaya Bachchan | Ranveer Singh: `আমি কালা নই!` প্রিমিয়ারে পাপারাৎজিদের উপর মেজাজ হারালেন জয়া, সামাল দিলেন রণবীর...

Soumita Mukherjee Wed, 26 Jul 2023-1:27 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রিমিয়ার। প্রিমিয়ারে সাদা টিশার্টে আর কালারফুল ডেনিমে হাজির পর্দার রকি রণবীর সিং। তাঁর টিশার্টে লেখা টিম রকি অউর রানি। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

রণবীরের সঙ্গে ঝুমকা গানে তাল মেলাতে দেখা গেল ধর্মা প্রোডাকশনের অন্যতম প্রযোজক অপূর্ব মেহেতাকে। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

রকির মতোই রানি অর্থাৎ আলিয়াকেও দেখা গেল কাস্টোমাইজ টিশার্ট। তার টিশার্টটি অবশ্য কালো রঙের। সেখানেও লেখা টিম রকি অউর রানি। আলিয়ার সঙ্গে একই টিশার্টে ধরা দিলেন রণবীর কাপুরও। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

প্রিমিয়ারে জয়া বচ্চনকে বারংবার ছবি তোলার অনুরোধ করেন পাপারাৎজিরা। এখানেও মেজাজ হারালেন অভিনেত্রী। পাপারাৎজিদের কথায় ছবি তো তুললেনই না উপরন্তু চুপ করতে বললেন ফটোগ্রাফারদের। পাপারাৎজিদের উদ্দেশ্যে বললেন ‘আমি কালা নই’। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

মেয়ে শ্বেতা বচ্চন ও ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে প্রিমিয়ারে দেখা যায় জয়া বচ্চনকে। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

একদিকে জয়া মেজাজ হারালেও পরিস্থিতি সামাল দিলেন রণবীর সিং। এসেই পাপারাৎজিদের জড়িয়ে ধরে ছবি তুললেন রণবীর সিং। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

প্রিমিয়ারে ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে হাজির হয়েছেন সারা আলি খান। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

ছেলের সঙ্গে প্রিমিয়ারে ফ্রেমবন্দি হলেন মালাইকা আরোরা। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

সম্প্রতি ইউরোপ থেকে এসেই রকি অউর রানি কি প্রেম কাহানির প্রিমিয়ারে হাজির অনন্যা পাণ্ডে। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

গৌরী খান সিনেমা দেখতে যান, সঙ্গে তাঁর মা সবিতা ছিব্বর। ছবি সৌজন্যে: Viral Bhayani

 

 

করিনার দেখা না পাওয়া গেলেও প্রিমিয়ারে হাজির ছিলেন করিশ্মা কাপুর। ছবি সৌজন্যে: Viral Bhayani

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link