রঞ্জি জিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সৌরাষ্ট্র অধিনায়ক
শুক্রবারই বাংলাকে হারিয়ে রঞ্জি জিতে নিয়েছে সৌরাষ্ট্র। প্রথমবার রঞ্জিজয়ী সৌরাষ্ট্র দলের অধিনায়ক জয়দেব উনাদকাট।
রঞ্জি জয়ের পরেই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন জয়দেব উনাদকাট। বাগদান পর্ব সেরে ফেললেন তিনি।
বিয়ে করছেন জয়দেব উনাদকাট। তার আগে এনগেজমেন্টের ছবি পোস্ট করেছেন তিনি।
২৮ বছর বয়সী এই ভারতীয় পেসার বিয়ে করছেন বান্ধবী রিনিকে।
রিনি ও জয়দেবের এনগেজমেন্টের ছবি। চেতেশ্বর পূজারা থেকে সৌরাষ্ট্র দলের সব ক্রিকেটারই তাঁদের শুভেচ্ছে জানিয়েছেন।