৮৪১ কিমি প্রতি ঘণ্টার গতিতে গাড়ি চালিয়েছিলেন! মৃত্যুর ১০ মাস পর নাম উঠল গিনেস বুকে
জেট কার রেসার ছিলেন তিনি। ৩৯ বছর আগের রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু সাফল্য আর উদযাপন করতে পারেননি আমেরিকার জেট কার ড্রাইভার জেসি কম্বস।
গত বছর ২৭ অগাস্ট তিনি ঘণ্টায় ৮৪১ কিমি গতিতে জেট কার চালিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জেসি কম্বের মৃত্যুর দশ মাস পর তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নথিভু্ক্ত করেছে কর্তৃপক্ষ। ৩৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন জেসি।
৩৯ বছর আগে আমেরিকান জেট কার রেসার কিটি ও নীল ৮২৩ কিমি প্রতি ঘণ্টা বেগে জেট কার চালিয়ে রেকর্ড করেছিলেন। তাঁর সেই রেকর্ড ভেঙেছিলেন জেসি।
জেসির রাইডিং পার্টনাম টেরি মেডেন এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, দশ মাস পর তোমার স্বপ্নপূরণ হল জেসি। আমি জানি তুমি নিশ্চয়ই এই সাফল্য উদযাপন করছ। তুমি জিতে গিয়েছ জেসি। তোমাকে সঙ্গী হিসাবে পেয়ে আমি গর্বিত।