২০ দিনে তিনবার হার্ট অ্যাটাক, চলে গেলেন ছত্তিশগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী
চলে গেলেন ছত্তিশগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ২০ দিন ধরে কোমায় ছিলেন তিনি।
চলতি মাসের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ির বাগানে পড়ে গিয়েছিলেন অজিত যোগী। ২০ দিনে তিনবার হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। এমনই জানিয়েছেন চিকিত্সকরা।
২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত ছত্তশগঢ়ের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। ছেলে অমিত যোগী বাবার মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন।
৯ মে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ক্রমাগত। ছত্তিশগঢ় আলাদা রাজ্য হওয়ার পর তিনিই ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী।
২০১৬ সালে ছত্তিশগড়ের উপনির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য হয় তাঁর। এর পরই তিনি আলাদা হয়ে জনতা কংগ্রেস ছত্তিশগঢ় দলের প্রতিষ্ঠা করেছিলেন।