মাত্র ১০ টাকায় ধুতি বা লুঙ্গি ও শাড়ি দেবে ঝাড়খন্ড সরকার
নিজস্ব প্রতিবেদন: দারিদ্র সীমার নীচে থাকা পরিবারকে নামমাত্র মূল্যে ধুতি বা লুঙ্গি ও শাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিল ঝাড়খন্ড সরকার।
মাত্র ১০ টাকায় শাড়ি, লুঙ্গি বা ধুতি পাবেন গরিব মানুষ। বাকিটা ভর্তুকি দেবে হেমন্ত সোরেনের সরকার।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় খাদ্য় নিরাপত্তার ও অন্ত্যোদয় অন্ন যোজনায় থাকা গরিবদের বছরে দু'বার পোশাক দেওয়া হবে।
ধুতি বা লুঙ্গি ও শাড়ি দেওয়া হবে মাত্র ১০ টাকায়। চলতি অর্থবর্ষে এক বারই স্বল্পমূল্যে পোশাক দেওয়া হবে।
নির্বাচনী ইস্তাহারে গরিবদের ধুতি, শাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল হেমন্ত সোরেনের ঝাড়খন্ড মুক্তি মোর্চা।