Durga Puja Special: এবার পুজোয় জ্যান্ত দুর্গা! জীবন্ত উমাকে নিয়ে কোথায় এই অভূতপূর্ব আধ্যাত্মিক প্রদর্শনী?

Soumitra Sen Fri, 04 Oct 2024-2:10 pm,

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। বাঙালির মনে এখন প্যান্ডেল হপিংয়ের উন্মাদনা। এবার জলপাইগুড়ি শহরে সেই উন্মাদনা আরও বেড়েছে। 

উন্মাদনার কারণ, এই শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গার! জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্পসমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা হবে। 

সপ্তমী থেকে নবমী-- এই তিন দিন বিকেল ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অভূতপূর্ব এই প্রদর্শনী। 

প্রতি বছরই ক্লাবগুলো পুজোয় কিছু নতুনত্ব করার উদ্যোগ নেয়। সেই আবহেই এবছরও জীবন্ত দুর্গার আয়োজন করে বিশেষ চমক আনতে চলছে জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় রাজযোগ মেডিটেশন সেন্টার।

এবার এখানে মাটির তৈরি দেবীপ্রতিমা নয়, এক্কেবারে জীবন্ত দুর্গা। জীবন্ত দুর্গার পাশাপাশি থাকছে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এবং দুর্গার সঙ্গে যথারীতি অসুরও। লাইট অ্যান্ড সাউন্ডের মধ্য দিয়ে সপ্তমী অষ্টমী নবমী-- এই তিন দিন চলবে আধ্যাত্মিক প্রদর্শনী।

অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় জলপাইগুড়িবাসী। সদস্যরা আশা করছেন, এই অনন্য উদ্যোগ সকলেরই ভালো লাগবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link