Jimmy Carter: ভারতে তাঁর নামে আছে গ্রাম! ১০০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট...
১০০ বছর বয়সে প্রয়াত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন। রবিবার জর্জিয়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারত সফরেও এসেছিলেন আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি রোসালিন কার্টার। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি হরিয়ানার একটি গ্রামে এসেছিলেন।
পাশাপাশি জিমির সঙ্গে ভারতের একটি নিবিড় যোগ রয়েছে। তাঁর মা লিলিয়ান ১৯৬০ সালে স্বাস্থ্য স্বয়ংসেবক হিসাবে কাজ করে গিয়েছিলেন ভারতে।
তাঁর সফর শেষেই ওই গ্রামের নাম হয়ে যায় 'কার্টারপুরি'।
নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন তিনি। আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকেই শয্যাশায়ী জিমি। জর্জিয়ায় নিজের বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে।
ভুগছিলেন ব্রেন ক্যানসারে। আমেরিকার সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১৫ সালে সেই রোগ ধরা পরার পরেও ৯ বছর পার করে শতবর্ষ স্পর্শ করবেন। ভাবতে পারেননি কেউই। ২০০২ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বেরা।