সস্তায় সব থেকে পুষ্টিকর Jio-ই, গতির ঝড়ে উড়ে গেল বাকিরা
4G-র গতির লড়াইয়ে ফের একবার সবাইকে পিছনে ফেলে দিল জিও। বুধবারই প্রকাশিত হয়েছে দেশের সমস্ত সার্ভিস প্রোভাইডারের গড় ডাউনলোডিং ও আপলোডিং স্পিডের তালিকা। কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইয়ের সেই তালিকায় সবার ওপরে রয়েছে জিও। গোটা দেশে জিওর 4G নেটওয়ার্কের গড় ডাউনলোডিং স্পিড ২০.৩ mbps বলে জানিয়েছে ট্রাই।
গত অক্টোবরে সব থেকে বেশি স্পিড দিয়েছিল জিও। সে মাসে তাদের গড় ডাউনলোডিং স্পিড ছিল ২২.৩ mbps. নভেম্বরে স্পিড কিছুটা কমলেও এখনো খেতাব ধরে রেখেছে মুকেশ আম্বানির সংস্থা।
উন্নতি করলেও লড়াইয়ে জিওর থেকে অনেকটা পিছিয়ে এয়ারটেল। নভেম্বরে তাদের গড় ডাউনলোডিং স্পিড ছিল ৯.৭ mbps.
ভোডাফোন ও আইডিয়ার বিলয়ের পরও দুই সংস্থার নেটওয়ার্ক স্পিড আলাদা করে প্রকাশ করেছে ট্রাই। ভোডাফোনের গড় স্পিড সামান্য বেড়ে ছিল ৬.৮ mbps. আইডিয়ার স্পিড ছিল ৬.২ mbps.
তবে আপলোডিং স্পিডে ফেল করেছে জিও। তাদের আপলোডিং স্পিড কমে দাঁড়িয়েছে ৪.৫ mbps-এ। অপলোডিং স্পিডে সেরা হয়েছে আইডিয়া। আপলোডিংয়ে তাদের গড় ৫.৬ mbps.