স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানে যীশু কন্যা সারা

Tue, 26 Feb 2019-8:38 pm,

অভিনয়ে পা রেখেই প্রথম ছবিতেই প্রশংসিত হয়েছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত কন্যা সারার অভিনয়।  (ছবি সৌজন্য: ফেসবুক)

 সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা' ছবিতে দেখা যায় সারা সেনগুপ্তকে।  (ছবি সৌজন্য: ফেসবুক)

'উমা' ছবিতেও সারার বাবার ভূমিকায় দেখা যায় যীশুকেই। (ছবি সৌজন্য: ফেসবুক)

তবে শুধু অভিনয়ই নয়, এবার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাতেও সাফল্য পেল যীশু কন্যা সারা।  (ছবি সৌজন্য: টুইটার)

যীশুর রিটুইট করা ইন্দ্রনীল রায়ের টুইটার পোস্ট থেকে জানা যাচ্ছে সারা প্রথম স্থান অর্জন করেছে। (ছবি সৌজন্য: টুইটার)

   টুইটার পোস্টে উঠে এসেছে মেডেল হাতে সারার ছবি (ছবি সৌজন্য: টুইটার)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link