স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় এবার স্বর্ণপদক জিতল যীশু সেনগুপ্তর ছোট মেয়ে জারা
এবার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল যীশু সেনগুপ্তর ছোট মেয়ে জারা সেনগুপ্ত (বয়স-৯)। একটা নয়, দু'দুটি স্বর্ণপদক জিতেছে জারা।
ক্যালাকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী জারার স্বর্ণপদক জেতার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যীশু। মেয়ের পদক জেতার খবরে তিনি যে ভীষণ খুশি তা তাঁর ক্যাপশন লেখার স্টাইলেই বেশ বোঝা যাচ্ছে। ক্যাপশানে যীশু লিখেছেন, ''Junior Sengupta won 2 gold medals... Way to go Zaaaarrrruuuuuu... ''
কিছুদিন আগেই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় বড় মেয়ে সারা সেনগুপ্তর স্বর্ণ ও ব্রোঞ্জ জেতার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যীশুর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত।
নীলাঞ্জনার পোস্ট থেকেই জানা গিয়েছিল সারা ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা, ২০০ মিটারে ব্রোঞ্জ এবং লং জাম্পেও সোনা জিতেছিল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অষ্টম নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
তবে অবশ্য শুধু এবছরই নয়, গতবছরও স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল যীশুকন্যা সারা।
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা'র হাত ধরে ছবির টলিউডের ডেবিউ করে ফেলেছে যীশুকন্যা সারা। (ছবিতে-নীলাঞ্জনার সঙ্গে তাঁর দুই কন্যা সারা ও জারা)