Birthday: ফিরে দেখা Jisshu-র পারিবারিক কিছু মুহূর্ত...

Mon, 15 Mar 2021-6:35 pm,

 বাংলা মেগা ধারাবাহিক 'শ্রীচৈতন্য মহাপ্রভু'র হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন। সেখানে তিনি চৈতন্য দেবের চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে শ্যাম বেনেগালের নেতাজী সুভাষচন্দ্র বসু - দ‍্য ফরগটেন হিরো, ঋতুপর্ণ ঘোষের 'দ্য লাস্ট ইয়ার', 'সব চরিত্র কাল্পনিক', 'আবহমান' এবং গৌতম ঘোষ এর 'আবার অরণ্যে' সহ বহু ছবিতে অভিনয় করেন যীশু। বর্তমানে বড় পর্দা এবং ছোট পর্দা দুই ক্ষেত্রেই পরিচিত নাম যীশু। ১৫ মার্চ, সোমবার ৪৪-এ পা দিলেন অভিনেতা। জন্মদিনে ফিরে দেখা যীশুর পারিবারিক কিছু মুহূর্ত...

বর্তমানে হিন্দি ছবির দুনিয়াতেও পরিচিত নাম যীশু সেনগুপ্ত। 'মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি', 'সড়ক ২', 'শকুন্তলা দেবী', 'দুর্গামতি' সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। 

বাবা উজ্জ্বল সেনগুপ্ত, মা মুক্তা সেনগুপ্ত, স্ত্রী  নীলাঞ্জনা এবং দুই মেয়ের সঙ্গে যীশু। 

২০০৪ সালে নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যীশু। প্রসঙ্গত নীলাঞ্জনা শর্মা নিজেও একজন অভিনেত্রী।

প্রসঙ্গত যীশুর স্ত্রী নীলাঞ্জনা হলেন একসময়ের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। 

২০০৫ সালে যীশু-নীলাঞ্জনার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান সারা। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'উমা'র হাত ধরে সিনেমার দুনিয়ায় ডেবিউ করে ফেলেছেন যীশুর বড় মেয়ে। 

 

 ২০১২ সালে জন্ম হয় যীশু-নীলাঞ্জনার দ্বিতীয় সন্তান জারা সেনগুপ্তর। 

যীশুর দুই মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও বেশ পারদর্শী। সারা ও জারা দুজনকেই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ও পদক জিততে দেখা যায়। 

দুই মেয়ে সারা ও জারা সেনগুপ্ত এবং স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে যীশু সেনগুপ্ত। 

মা মুক্তা সেনগুপ্ত এবং বোন শতরূপার সঙ্গে এই ছবিটি একসময় ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যীশু নিজেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link