`আপনি কি এখনও ভারতীয় আছেন?` JNU কাণ্ডে নীরব থেকে আক্রমণের মুখে প্রিয়াঙ্কা
JNU কাণ্ড নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্য়েকে৷ ফারহান আখতার, স্বরা ভাস্কর, তপসি পান্নুদের তালিকায় নেই প্রিয়াঙ্কা চোপড়ার নাম৷ JNU-এ হামলার প্রতিবাদে চুপ থেকে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়লেন পিগি
JNU কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, সেই সময় প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শো নিয়ে৷ গোলাপি পোশাক পরে নিক জোনাসের হাত ধরে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির হন পিগি
গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির হচ্ছেন অথচ JNU-এ হামলার বিষয়ে মুখ খুলছেন না কেন, তা নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন
একজন ভারতীয় নাগরিক হয়ে প্রিয়াঙ্কা কীভাবে এখনও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন৷ যার কেউ কেউ জিজ্ঞাসা করতে শুরু করেন, প্রিয়াঙ্কা কি এখনও ভারতীয় আছেন বলে
যদিও নেটিজেনদের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি নিক জোনাসের ঘরণীকে