JNU-র পড়ুয়াদের পাশে দীপিকা, ঐশী-কানহাইয়া সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে `ক্রান্তি`
নিজস্ব প্রতিবেদন: জেএনইউ ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন দীপিকা পাডুকোন।
সবরমতি টি-পয়েন্টে ছাত্রছাত্রীদের মাঝে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন কানহাইয়া কুমার ও জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ।
রবিবার দিল্লির JNU ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপরে হামলা চালায় শখানেক দুষ্কৃতী। ঘটনায় আহত হন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ ৩১ জন। রয়েছেন শিক্ষক-অশিক্ষক কর্মীরাও।
'ছপক' ছবির প্রচারে দিল্লিতে রয়েছেন দীপিকা। তাঁর ফাঁকেই হাজির হলেন ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ছিলেন ঐশীও।
জেএনইউ-কাণ্ডে একটি সর্বভারতীয় চ্যানেলে দীপিকা বলেছেন,''আওয়াজ তুলতে আমরা ভয় পাই না, এটা ভেবে গর্বিত হচ্ছি। রাস্তায় হোক বা অন্য কোথাও ওরা প্রতিবাদ করছে। এটাই গুরুত্বপূর্ণ। সমাজ ও জীবনে বদল চাইলে একটা মতামত তুলে ধরাটা জরুরি। আমার মনে হয়, আমরা দেশ ও আগামীর কথা ভাবছি।''
শুক্রবার মুক্তি পাচ্ছে দীপিকার নতুন ছবি 'ছপক'। অ্যাসিড আক্রান্ত তরুণীকে নিয়ে ছবির গল্প।