DRDO Job: ১০ শূন্যপদে শুরু কর্মী নিয়োগ, বেতন কত জানেন?
নিজস্ব প্রতিবেদন: অতিমারি কেবল শারীরিক ভাবেই মানুষের ক্ষতি করেনি। পাশাপাশি করোনার ছোবলে মানুষের পেটেও টান পড়েছে। গত এক থেকে দেড় বছরের মধ্যে দেশে কর্মহারা হয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সুখবর শোনাল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।
DRDO-র ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট ল্যাবরেটরিস (DRDL)-এর জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে শুরু হয়েছে নিয়োগ।
ডেভেলপমেন্ট ল্যাবরেটরিস (DRDL)-এর জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে ১০ জনকে নিয়োগ করবে DRDO-র।
গত ২২ মে থেকে আবেদন করা যাচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুন। B.E বা B.Tech এবং M.E বা M.Tech ডিগ্রি রয়েছে এমন ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র রিসার্চ ফেলো পদে ৭ জনকে নেওয়া হবে। অ্যারনটিক বা এরোস্পেস বিভাগের জুনিয়র রিসার্চ ফেলো পদে ৩ জনকে নেওয়া হবে। বেতন, ৩১ হাজার টাকা সঙ্গে বাড়ি ভাড়া।
আবেদনের পদ্ধতি: সঠিক ভাবে ফর্ম ফিলআপ করে, সেটিকে নির্দিষ্ঠ ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল-The Director, DRDL, Dr. APJ Abdul Kalam Missile Complex, Kanchanbagh PO, Hyderabad – 500058। খামের উপরে লিখতে হবে "Application for JRF Recruitment"।