Joe Root | England: জনক-দেশের রাজা হলেন রুট! ব্যাট শাসনে আজ সবার আগে তিনি
জো রুট ছাপিয়ে গেলেন স্যর অ্যালেস্টার কুককে। এখন রুটই ক্রিকেট জনক দেশের সর্বাধিক টেস্ট রানশিকারি। ১৬১টি টেস্টে কুকের ঝুলিতে আছে ১২ হাজার ৪৭২ রান। রুট, বুধবার মুলতানে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে, আমের জামালকে স্ট্রেইট ড্রাইভ হাঁকিয়ে ৭১ রান করতেই কুককে ছাপিয়ে গেলেন।
৩৩ বছরের রুট তাঁর কেরিয়ারের ১৪৭ নম্বর টেস্ট খেলছেন। কুকের চেয়ে ১৪টি কম টেস্ট খেলে এই রেকর্ড করে ফেললেন। ২০১২ সালে রুট নাগপুরে ভারতের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধেই কেরিয়ারের সর্বাধিক টেস্ট রানের ইনিংস (২৫৪) খেলেছেন। রুটের ঝুলিতে আছে ৩৪টি টেস্ট সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে সর্বাধিক রান শিকারি ব্য়াটারদের তালিকায় রুট চলে এলেন প্রথম পাঁচে।
সচিন ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন। হাঁকিয়েছেন ৫১টি শতরান। একে তিনিই বিরাজমান।
১৬৮ টেস্টে রিকি করেছেন ১৩ হাজার ৩৭৮ রান। হাঁকিয়েছেন ৪১টি শতরান। দুয়ে রয়েছেন তিনি।
১৬৬ ম্য়াচে ১৩ হাজার ২৮৯ রান করেছেন কালিস। হাঁকিয়েছেন ৪৫টি শতরান। তিনে রয়েছেন তিনি।
১৬৪ ম্য়াচে দ্রাবিড় ১৩ হাজার ২৮৮ রান করেছেন। হাঁকিয়েছেন ৩৬টি শতরান। চারে রয়েছেন তিনি।