রাজ্যে প্রথম! কলকাতার আস্ত একটা পুলিস অফিস-ই এবার `কনটেইনমেন্ট জোন`
সুকান্ত মুখার্জি : করোনার সংক্রমণ! আস্ত একটা ট্রাফিক গার্ড-ই এবার কনটেইনমেন্ট জোনে!
করোনার সংক্রমণের জেরে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হল জোড়াবাগান ট্রাফিক গার্ডকে।
করোনায় আক্রান্ত জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট। আর তারপরই ওই ট্রাফিক গার্ডের আরও কয়েকজনেরও জ্বর দেখা দেয়।
এরপরই কোনও ঝুঁকি না নিয়ে জোড়াবাগান ট্রাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করল লালবাজার।
রাজ্যে এই প্রথম কোনও পুলিস অফিসকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হল।