Calcutta HC: বিচার ব্যবস্থায় আসবে গতি, জুডিশিয়াল অফিসারদের দেওয়া হল ল্যাপটপ
বিচার ব্যবস্থার অগ্রগতি ও রাজ্যের আইনি পরিষেবাকে আরও উন্নত করতে হাই কোর্টের পক্ষ থেকে ১০০০ টি ল্যাপটপ দেওয়া হল জুডিশিয়াল অফিসারদের। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লক্ষ টাকা। -তথ্য ও ছবি-অর্ণবাংশু নিয়োগী
সম্প্রতি হাই কোর্টের কম্পিউটার কমিটি এই সুপারিশ করে। শনিবার হাই কোর্টের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্য-সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সার্কিট বেঞ্চের জুডিশিয়াল অফিসারদের হাতে ল্যাপটপ তুলে দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। -তথ্য ও ছবি-অর্ণবাংশু নিয়োগী
প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, "আদালতের কম্পিউটারাইজেশন একটি আশীর্বাদ হয়ে উঠেছে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। মহামারী আমাদের একটি কঠিন পাঠ শিখিয়েছে এবং আমাদের তা গ্রহণ করতে হয়েছিল। -তথ্য ও ছবি-অর্ণবাংশু নিয়োগী
প্রধান বিচারপতি আরও বলেন, কলকাতা হাই কোর্ট এই দিকটি অগ্রগতি করেছিল এবং মহামারীর সময়েও মামলার নিষ্পত্তি হয়েছিল। তাই বিচার ব্যবস্থার স্বার্থে হাই কোর্টের কম্পিউটার কমিটি বিচার বিভাগীয় আধিকারিকদের জন্য ল্যাপটপের সুপারিশ করে। -তথ্য ও ছবি-অর্ণবাংশু নিয়োগী
এদিন প্রধান বিচারপতি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি তবব্রত চক্রবর্তী-সহ রাজ্যের একাধিক নিম্ন আদালতের বিচারক ও জুডিশিয়াল অফিসাররা। -তথ্য ও ছবি-অর্ণবাংশু নিয়োগী