এই ২২ জুনই চার্চের চোখে দোষী সাব্যস্ত হলেন `মিথ্যাবাদী ও অবিশ্বাসী` Galileo
মহা 'পাপ' করেছিলেন গ্যালিলিও গ্যালেলেই। বলেছিলেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। সে আবার কী? তাই আবার কখনও হয় নাকি! বিস্মিত ভীত চার্চ মিথ্যা বাচনের অভিযোগে, ধর্মবিরুদ্ধ মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত করল তাঁকে। শুরু হল গ্যালিলিওর বিচার শুরু হয়।
১৬৩৩ সালের ১২ এপ্রিল পোপ নিয়োজিত chief inquisitor Father Vincenzo Maculani da Firenzuola, পদার্থবিদ ও জ্যোতির্বিদ গ্য়ালিলিওর বিচার শুরু করলেন। তাঁকে চাপ দেওয়া হতে থাকল, যাতে তিনি তাঁর সনাতন মতের পরিপন্থী এই মত প্রত্যাখ্যান করেন।
ক্যাথলিক চার্চ এই 'সত্য' মেনে নিতে চায় না, কেননা তা শাস্ত্রে নেই। ফলে নিজের শ্রম, মেধা, অনুসন্ধিত্সা, প্রজ্ঞা ও দৃঢ়তার কোনও দামই পেলেন না Galileo। ভুল সময়ে জন্মেছিলেন। মানবজাতি তাঁকে বুঝতে পারেনি।
ফলে কারাগারে নিক্ষিপ্ত হলেন তিনি। কিন্তু তাঁর বিচারপ্রক্রিয়া চলছিলই। ১৬৩৩ সালের আজকের দিনে, এই ২২ জুনই চার্চ গ্যালিলিওকে অন্তিম শাস্তিবচন শোনায়। চার্চ ঘোষণা করে, সমস্ত বিচার প্রক্রিয়া শেষে আমরা ঘোষণা করছি, যে তুমি গ্যালিলিও… প্রচলিত ধর্মবিশ্বাসের বিরুদ্ধাচরণ করেছ, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এই মিথ্যা উচ্চারণ করেছ। গ্যালিলিওকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিতে বলা হয়।
Galileo রাজি হন যে, তিনি আর তাঁর মত প্রচার করবেন না। যদিও বাকি জীবন তিনি কারাগারেই কাটান। তবে এই 'মিথ্যা' যে প্রকৃতই 'সত্য' তা বুঝতে চার্চের আরও ৩০০টি বছর লেগে যায়।