Jupiter Transit 2024: বৃহস্পতির কৃপায় ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে এই রাশির জাতকদের...

Soumitra Sen Sun, 03 Dec 2023-7:12 pm,

জ্যোতিষে বৃহস্পতির বিশেষ গুরুত্ব। বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়। ২০২৪ সালের শুরুতেই বৃহস্পতি তার বিপরীতমুখী গতি শেষ করবে। ১ জানুয়ারি বৃহস্পতি বিপরীতমুখী অবস্থা থেকে বেরোবে। তারপর ২০ জানুয়ারি কুম্ভ রাশিতে ঢুকবে। তারপর মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে।

আর এই পুরো গতি-অগতির জেরে ২০২৪ সালে বৃহস্পতির কৃপা ঝরবে কিছু রাশির ব্যক্তিদের উপর। বৃহস্পতি বৈভব সমৃদ্ধি বিস্তৃতির দ্যোতক। বৃহস্পতি প্রেম  বিবাহ ও সন্তানের জন্যও দায়ী। নতুন এ বছরে বৃহস্পতির প্রভাব কোন কোন রাশির জাতকদের উপর পড়বে? 

বৃহস্পতি মেষ রাশির ১১ তম ঘরে প্রবেশ করবে। এসময় মেষ রাশির জাতকদের আর্থিক দিক থেকে খুব বড় লাভ হবে। 

মেষ রাশির জাতকদের জীবনে যদি কারও খারাপ প্রভাব কাজ করে, তা কেটে যাবে।

এই রাশির উচ্চস্থানে বসে গুরু গ্রহ বৃহস্পতি। তাঁর কৃপায় এঁদের জীবনে সফলতা আসবেই। নতুন বছর এঁদের সর্বাঙ্গীন ভাবে ভালো হবে। আর্থিক দিক থেকেও খুব উন্নতি ঘটবে এঁদের। এঁদের ভবিষ্যৎও খুব সুরক্ষিত হবে।

মিথুন রাশির ব্যক্তিদের উপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকবে। আর্থিক দিকে লাভ হবে এঁদের। মধ্য-জানুয়ারির পর থেকে এঁদের আত্মবিশ্বাসও ক্রমশ বাড়বে। চাকরিজীবীদের জন্য সুসময়। এসময় এঁদের দাম্পত্যজীবনও সুখের হবে। অবিবাহিতদের বিবাহযোগ রয়েছে। মানসিক চাপ কমবে।

মকর রাশির জাতকেরা বৃহস্পতির জেরে আনন্দময় পারিবারিক জীবন যাপন করবেন। আর্থিক দিক থেকে খুব ভালো সময় চলবে এঁদের। দাম্পত্যসুখ বাড়বে। প্রেমেও সাফল্য।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link