ক্রিসমাস সেলিব্রেশনে তৈরি তৈমুর ও ইনায়া
তার বাড়িতে ইতিমধ্যেই ক্রিসমাস ট্রি ও আলো দিয়ে সাজানোর হয়েছে বলে জানিয়েছেন সইফ। তৈমুর নাকি সেখানে বসে ক্রিসমাস ক্যারল শুনতে পছন্দও করে বলে জানিয়েছেন তিনি।
ইনায়ার মতো ছোট্ট নবাব তৈমুরও যে ক্রিসমাস সেলিব্রেশনে তৈরি সেকথা আগেই জানিয়েছেন করিনা ও সইফ।
গত ২৯ সেপ্টেম্বর সোহার কোল জুড়ে আসে ইনায়া। নবমীর দিন জন্ম বলে তৈমুরের বোনের নাম রাখা হয় ইনায়া নওমী। আর ইনায়া হল একটি উর্দু শব্দ, যার অর্থ হল ঈশ্বরের উপহার।
এবছরই প্রথমবার ক্রিসমাস সেলিব্রেশন করবে ইনায়া। মেয়ে আসার পর তাঁর জীবনটাই বদলে গেছে বলে জানিয়েছেন সোহা। তাই মেয়ের জন্য কোনও কিছুতেই কমতি রাখছেন না সোনা ও কুণাল।
সান্তা ক্লজের হয়ে মেয়ে ইনায়ার উপহার কিনে ফেলেছেন সোহা আলি খান।
ইনায়ার ক্রিসমাস সেলিব্রেশনের জন্য কেনা হয়েছে নতুন চাদর, মোজা, তোয়ালে আরও কতকি!
ইনায়ার জন্য কেনা হয়েছে সান্তার টুপি দেওয়া সাদা জামা, যাতে আবার লেখা রয়েছে ইনায়ার নাম সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সোহা।
ছোট্ট ইনায়ার জন্য তার প্রথম ক্রিসমাসের উপহার কিনে ফেলেছেন মা সোহা আলি খানা ও কুণাল খেমু। তার জন্য কেনা হয়েছে সান্তা ক্লজের ছবি আঁকা নানান সব উপহার।