বুড়া না মানো হোলি হে... জ্যোতিরাদিত্যের বিজেপি যোগদান সময়ের অপেক্ষা, জেনে নিন ১০ পয়েন্ট
আজই হোলি! বিজেপিতে যোগ দিতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
কংগ্রেসের ২০ বিধায়ক ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে ফ্যাক্সের মাধ্যমে মধ্য প্রদেশ বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিতে পারেন কংগ্রেস বিধায়করা।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভার সাংসদ এবং মন্ত্রিত্ব দেওয়ার কথা হচ্ছে।
ভোপালের বিজেপি কার্যালয়ে শিবরাজ সিং চৌহান, ভিডি শর্মা, বিনয় সহস্রবুদ্ধে-সহ অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।
শিবরাজ সিং চৌহানকে বিরোধী দলের নেতা হতে পারেন। কমল নাথের সরকারের পতন হলে, শিবরাজ সিং চৌহানই মুখ্যমন্ত্রী হতে পারেন।
মধ্য প্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন হোলির ছুটি বাতিল করে ভোপালে ফিরছেন বলে জানা গিয়েছে। ৫দিনের ছুটিতে লখনউ গিয়েছিলেন তিনি।
জরুরী বৈঠক বসেছে ১০ জনপথে। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করতে পৌঁছলেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।
কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংয়ের অভিযোগ, মধ্য প্রদেশের মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করায় জনদেশকে পাল্টাতে চাইছে বিজেপি।
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের বিধায়ক ১১৪ জন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ১১৬ জন বিধায়কের সমর্থন। সপা-বসপার বিধায়ক মিলিয়ে ১২১ জন বিধায়কের সমর্থন শাসক কংগ্রেসের পক্ষে। বিজেপির আসন সংখ্যা ১০৭।