নির্বাসন থেকে ফিরেই এবার ক্যাপ্টেন কে এল রাহুল
কফি উইথ করণ-শোতে তিনি মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন। তার পর বিসিসিআইয়ের নির্দেশে নির্বাসন ভোগ করেছেন কে এল রাহুল। অবশেষে নির্বাসন থেকে ফিরেছেন রাহুল। ভারতীয় এ দলের হয়ে খেলেছেন।
এবার ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হলেন কে এল রাহুল। নির্বাসন থেকে ফিরেই অধিনায়কত্ব পেলেন তিনি।
অস্ট্রেলিয়া সফর থেকে খারাপ ফর্ম তাঁর। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি রাহুল। এদিকে, অবশিষ্ট ভারত দলের অধিনায়ক নির্বাচিত হলেন অজিঙ্ক রাহানে। আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ইরানি কাপে অবশিষ্ট ভারত খেলবে রনজি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে।
মাইসোরে ১৩ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় এ দল।
রেস্ট অব ইন্ডিয়া: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, হনুমা বিহারী, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (উইকেট কিপার), কৃষ্ণাপ্পা গৌথম, ধর্মেন্দ্রাসিন জাডেজা, রাহুল চাহার, অঙ্কিত রাজপুত, তনভীর উল-হক, রণিত মোর, সন্দীপ ওয়ারিয়র, নিঙ্কু সিং, স্নেল প্যাটেল।
ইন্ডিয়া ‘এ': লোকশ রাহুল (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ঙ্ক পাঞ্চাল, অঙ্কিত বাওয়ানে, করুণ নায়ার, রিকি ভুই, সিদ্ধেশ ল্যাড, কেএস ভারত (উইকেট কিপার), শাহবাজ নাদিম, জলজ সাক্সেনা, মায়াঙ্ক মারকান্দে, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, বরুণ অ্যারন।