কবীরকে বিয়ের পর বেশি ভালবাসা পেয়েছেন দুই পরিবারের, `তানিশক` বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর
তানিশক-এর বিজ্ঞাপনে হিন্দু বাড়ির প্রথা মেনে মুসলিম পরিবারে মেয়েকে সাধ খাওয়ানোর গল্প প্রকাশ্যে আসার পর থেকেই গোটা দেশ জুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। যার জেরে শেষ পর্যন্ত ওই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট সংস্থা। তানিশক-এর বিজ্ঞাপন নিয়ে একের পর এক সেলেব মুখ খুলতে শুরু করেছেন। দিব্যা দত্ত থেকে শুরু করে, জাভেদ আখতার, তানিশক বিতর্কে নাম জড়িয়েছে বি টাউনের একাধিক মানুষের
তানিশক-এর বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী মিনি মাথুর। চলচ্চিত্র পরিচালক কবীর খানের স্ত্রী হিসেবে বিষয়টি নিয়ে মুখ খোলেন মিনি
তিনি বলেন, কবীর খানের সঙ্গে বিয়ের পর বহু-সংস্কৃতির মেলবন্ধনে তাঁর জীবন জুড়ে গিয়েছে। এমনকী, কবীরের সঙ্গে বিয়ের পর দুই সংস্কৃতির মানুষের কাছ থেকে তিনি আরও বেশি করে ভালবাসা পেয়েছেন বলেও জানান মিনি
কেন একটি পরিবারের খুশির কাছে ধর্ম কোনও বাঁধা হয়ে দাঁড়াবে বলেও প্রশ্ন তোলেন মিনি মাথুর। দেশের শান্তি এবং সংস্কৃতিকে রক্ষা করতে সচেষ্ট হওয়া উচিত প্রত্যেক মানুষের। ধর্মীয় ভেদাভেদের পথ থেকে সরে গিয়ে দেশের শান্তি এবং সুস্থিতির কথা ভাবা উচিত বলেও মন্তব্য করেন মিনি মাথুর
প্রসঙ্গত, বিতর্কের জেরে তানিশক-এর যে বিজ্ঞাপনটি তুলে নেওয়া হয়, সেখানে অভিনেত্রী দিব্যা দত্তের গলা ব্যবহার করা হয়। ফলে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার পর বৈচিত্রের মধ্যে ঐক্য নিয়ে মত প্রকাশ করেন দিব্যা