১৯৯২ সালের এপ্রিলে এ শহরে কোন যুগান্তকারী ঘটনা ঘটেছিল মনে পড়ে?

Soumitra Sen Thu, 16 Mar 2023-5:54 pm,

সময়টা ১৯৯২ সাল। মার্চ-এপ্রিল মাস। একটা নীল রঙের অডিও ক্যাসেট। বদলে দিল বাংলাগানের ভুবনটাকেই।

অ্যালবামটি নতুন বেরিয়েছিল। কিন্তু শুধু অ্যালবামটাই নতুন নয়, গানগুলিও একেবারে নতুন, একদম অন্যরকম। আক্ষরিক অর্থেই সেই যুগান্তকারী অ্যালবামের নাম-- 'সুমনের গান তোমাকে চাই'! 

 

ক্যাসেটের সেই ছবিটাও বড় অনন্য, বড় অভিঘাতময়। শিল্পীর গায়ে নীল জামা, হাতে গিটার। একটু যেন আলো ছায়া ঘিরে রয়েছে তাঁকে। 

ঘরে-ঘরে টেপ রেকর্ডারে বাজানো হল সেই ক্যাসেট। শুনতে শুনতে বাঙালি মুগ্ধ হল, ক্রুদ্ধ হল, কষ্ট পেল, কাঁদলও! বাঙালির এতদিনের গান শোনার অভ্যাসের মাথায় যেন বজ্রপাত!

বাংলা গানের সোলার সিস্টেমে গ্রহ নয়, যেন নতুন নক্ষত্রের উদ্ভব! তিনি সুমন চট্টোপাধ্যায়! শিল্পী ও তাঁর শিল্পকে নিয়ে চারিদিকে একেবারে হইচই পড়ে গেল! 

কত জায়গায় যে ডাক পাচ্ছেন! কলেজ সোশ্যালতে তো তখন প্রথম পছন্দই তিনি! একটা গিটার নিয়ে একটা লোক মাতিয়ে রাখছেন তিন ঘন্টা! 'তোমাকে চাই' যেন গিলে ফেলল কলকাতাকে, বাঙালিকে। নতুন দিনের এই বাংলা গানের কারিগরকে নিয়ে উন্মাদনা তখন তুঙ্গে। যা কোনওদিনই সেভাবে কমেনি। একের পর এক অসাধারণ সব গানের জন্ম দিয়ে গিয়েছেন তিনি। আজও বাংলা খেয়াল নিয়ে অভিনব সব পরীক্ষা-নিরীক্ষায় মেতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link