Anjali Arora : কাঁচা বাদাম গানের তালে নেচে ভাইরাল ভয়ংকর সুন্দর অঞ্জলির মারাত্মক MMS ফাঁস!
সম্প্রতি শ্রুতি রানের গাওয়া 'সাঁইয়া দিল মে আনা রে' গানের রিমিক্স ভিডিয়োর জন্য নেচে আলোচনা উঠে এসেছেন অঞ্জলি অরোরা। যদিও বহু আগে থেকে অঞ্জলি সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ।
বেশকিছুদিন আগে 'কাঁচা বাদাম' গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। বিভিন্ন পোশাকে অঞ্জলির সেই নাচ ভাইরাল হয়েছিল।
এবার MMS-কাণ্ডে নাম জড়াল সেই কাঁচা বাদাম খ্যাত অঞ্জলি অরোরার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিয়ো, যেটি অঞ্জলি অরোরার বলে দাবি করা হয়েছে। আর সেকারণেই ফের একবার নেট দুনিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছেন তিনি।
যদিও MMS-কাণ্ড নিয়ে প্রথমে চুপই ছিলেন অঞ্জলি অরোরা কিংবা তাঁর টিমের সদস্যরা। তবে তাঁর অনুরাগীদের দাবি করেন, অঞ্জলির নামে কুৎসা রটাতেই এমন ভিডিয়ো বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিয়োটি আদৌ অঞ্জলির নয়।
শুক্রবার অবশেষে MMS-কাণ্ড নিয়ে মুখ খুললেন অঞ্জলি অরোরা। এবিষয়ে কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে তাঁর। তিনি বলেন, 'আমি জানি না, লোকজন এসব কী করছে! আমাকে তো লোকজনই পরিচিতি দিয়েছেন। তাহলে তাঁরাই কেন আমার সম্পর্কে এভাবে কুৎসা রটাচ্ছেন! '
অঞ্জলির কথায়, 'আমারও তো পরিবার আছে, ছোট ভাই আছে। তাঁরাও তো আমার ভিডিয়ো দেখেন, আমি যখন এগুলি দেখি, আমার প্রশ্ন জাগে, আমি যখন আদপে এমন কিছু করিনি, তাহলে কেন এধরনের বিকৃত, ভুয়ো ভিডিয়ো বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে? কেউ বা কারা আমার বদনাম করার চেষ্টা করছেন।'
সোশ্য়াল মিডিয়ায় প্রায় ১১ মিলিয়ন ফলোয়ার রয়েছে অঞ্জলি অরোরার। সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো লক আপ-এ দেখা গিয়েছে তাঁকে।