একটি পাথরে তৈরি এই কৈলাস মন্দির, জানেন কি?
মহারাষ্ট্রের ইলোরা গুহার কৈলাস মন্দির। মনে করা হয়, অস্টম শতাব্দীতে তৈরি করা হয় এই মন্দির।
জানলে অবাক হবেন, এই শৈব মন্দিরটি একটি পাথরে তৈরি হয়েছে।
১৩০০ বছর আগে মানুষের এমন শৈল্পিক ভাবনা দেখে আজও বিস্ময় হতে হয়।
মন্দিরের বিভিন্ন সৌধের মধ্যে যে পুঙ্খানুপুঙ্খ কারুকর্য তৈরি হয়েছে, এই গোটা প্রোজেক্টটি করতে সময় লাগে প্রায় ১৮ বছর।
কৈলাস মন্দিরের সাইজে তৈরি হয়েছে তাজমহলও।
ইলোরা গুহার ৩২টি গুহার মধ্যে এটি অন্যতম মন্দির।
মন্দিরে দেওয়ালে অঙ্কিত রয়েছে রামায়ন-মহাভারতের নানা চরিত্র।
পল্লব এবং চালুক্য বংশের শিল্পভাবনার প্রভাব রয়েছে এই মন্দিরে।
জানা যায়, রাষ্ট্রকূটের রাজা প্রথম কৃষ্ণের রাজত্বকালে এই মন্দির নির্মিত হয়।
এই মন্দির ‘গঙ্গা-যমুনা-সরস্বতী’ এই তিন নদীকে উত্সর্গ করা হয়েছে বলে ধারণা।