মমতাকে না সরালে পশ্চিমবঙ্গে যে কোনও দিন আসতে পারে IS, দাবি কৈলাসের

Sun, 28 Apr 2019-5:57 pm,

মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে কলকাতায় হামলা করতে পারে জঙ্গি গোষ্ঠী IS. রবিবার চতুর্থ দফার ভোটগ্রহণের আগের দিন বিস্ফোরক দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। এদিন হাওড়ায় এক রোড শো শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি। 

বলে রাখি, শনিবার টাইমস গোষ্ঠীর প্রকাশিত একটি খবরে দাবি করা হয়, বাংলায় একটি পোস্টার প্রকাশ করেছে IS. তাতে লেখা রয়েছে 'শীঘ্রই আসছি'। তবে সেই পোস্টারের কোনও ছবি প্রকাশ করতে পারেনি গোষ্ঠীটি। 

সেই খবরের সূত্র ধরে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন কৈলাস। বলেন, 'আইএস যে ভাবে বাংলায় আসার হুমকি দিয়েছে তা বিস্ময়কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জন্যই এটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে আইএস যে কোনও সময় পশ্চিমবঙ্গে হামলা চালাতে পারে। পশ্চিমবঙ্গে আইএস-এর বিপদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে পশ্চিমবঙ্গের অবস্থা জম্মু-কাশ্মীরের মতো হবে।'

কৈলাস আরও বলেন, 'মমতার তুষ্টিকরণ রাজনীতির জন্য সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীরা তাদের ডেরা বানিয়ে ফেলেছে। এই পোস্টার তারই প্রমাণ।'

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'এসব বলে দেশকে ভেঙে ফেলার চেষ্টা করছেন কৈলাস বিজয়বর্গীয়রা। হতাশা থেকে এসব বলছেন তাঁরা। তাঁরা এসব বলে উত্তেজনা ছড়াতে চাইছেন।' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link