মালদ্বীপে মধুচন্দ্রিমায় স্বামী গৌতমের সঙ্গে রোম্যান্টিক মেজাজে কাজল আগরওয়াল
''সোলমেটের'' সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। গৌতম কিচলুর সঙ্গে বিয়ের পর সম্প্রতি এমনই মন্তব্য করেন অভিনেত্রী কাজল আগরওয়াল। মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী গৌতমের সঙ্গে রোম্যান্টিক মেজাজে কাজল আগরওয়ালকে।
ছবি : ইনস্টাগ্রাম
গত ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দিয়েছিলেন কাজল-গৌতম।
ছবি : ইনস্টাগ্রাম
গায়ে হলুদ থেকে মেহন্দি, বিয়ের অনুষ্ঠান শুরুর পর থেকেই যেন ঝলসে উঠতে শুরু করেন কাজল। কখনও হলুদ রঙের পোশাকে সেজে হাজির হন গায়ে হলুদের অনুষ্ঠানে আবার কখনও মেহন্দির অনুষ্ঠানে হাসি মুখে পোজ দেন কাজল।
ছবি : ইনস্টাগ্রাম
সবকিছু মিলিয়ে বিয়ের অনুষ্ঠান শুরুর পর থেকেই নেটিজেনদের চর্চায় উঠে আসেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী।
ছবি : ইনস্টাগ্রাম
করোনা আবহের মধ্যে ঘনিষ্ঠ এবং পরিবারের মানুষদের নিয়ে বিয়ে সারলেও, তাতে জৌলুস কম ছিল না। বিয়ের লেহঙ্গা থেকে শুরু করে রিসেপশনের গাউন, সবকিছুতেই নজর কাড়েন কাজল।
ছবি : ইনস্টাগ্রাম
এমনকী, বিয়ের পর করওয়া চৌথে সাজেন ডিজাইনার মণীষ মালহোত্রার ডিজাইনার শাড়িতে।
ছবি : ইনস্টাগ্রাম
করওয়া চৌথের পর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে উড়ে যান কাজল আগরওয়াল। সেখানে গিয়েই একের পর এক ছবি প্রকাশ্যে আনেন কাজল।
ছবি : ইনস্টাগ্রাম
ছবিতে অফ শোল্ডার টপ ও আকাশি স্কার্টে দেখা গিয়েছে কাজলকে। গৌতম কিচলুর পরনে ছিল শার্ট প্যান্ট। একটি ছবির ক্যাপশানে কাজল লেখেন, '' আমার হৃদয় আজ ভীষণই খুশি, নিজেকে উন্মুক্ত লাগছে। প্রতিবার এই সুন্দর দেশটা ঘুরে দেখতে চাই।''
ছবি : ইনস্টাগ্রাম