বিয়ের কয়েকদিন পরেই ছিল করওয়া চৌথ, কাজলের জন্য শাড়ি ডিজাইন করেন মণীশ মালহোত্রা
গত ৩০ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েছেন কাজল আগরওয়াল। তার কয়েকদিন পর ৪ নভেম্বর ছিল করওয়া চৌথ।
কাজল আগরওয়ালের প্রথম করওয়া চৌথের পোশাক ডিজাইন করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।
ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম
করওয়া চৌথে কাজলের জন্য ডিজাইন করা লাল শাড়ি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মণীশ মালহোত্রা।
ছবি-কাজল আগরওয়ালের ইনস্টাগ্রাম স্টোরি
তবে শুধু কাজল আগরওয়ালের করওয়া চৌথের লাল শাড়িই নন, মণীশ অভিনেত্রীর বাগদান অনুষ্ঠানের জন্য হলুদ রঙের একটি শাড়িও ডিজাইন করেছিলেন।
ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম
কাজল আগরওয়ালের পাশাপাশি তাঁর স্বামী ব্যবসায়ী গৌতম কিচলুর জন্য একটি সাদা পাঞ্জাবিও ডিজাইন করেন মণীশ।
কাজল, গৌতমের পোশাক ডিজাইন করার পাশাপাশি সঙ্গে ম্যাচিং মাস্কও দিয়েছেন মণীশ মালহোত্রা।
ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম
কাজল ও গৌতমের জন্য পোশাক ডিজাইন করার কথা মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যাচ্ছে।
ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম