Ishita Dutta Baby Shower: মা হতে চলেছেন পর্দার অজয়কন্যা ঈশিতা, বেবি শাওয়ারে হাজির কাজল...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা-বাবা হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন ঈশিতা ও বৎসল। রবিবার ছিল অভিনেত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান।
এদিন ঈশিতা পরেছিলেন গোলাপি রঙের সিল্কের শাড়ি, সঙ্গে পরেছিলেন গোল্ডেন টেম্পল জুয়েলারি। অন্যদিকে হবু বাবা পরেছিলেন সাদা পাঞ্জাবী।
কেক কেটে চলল সেলিব্রেশন। সোহাগে আদরে বৎসলের গালে ঈশিতা এঁকে দিলেন চুম্বন।
ঈশিতার বেবি শাওয়ারে হাজির ছিলেন তাঁর অভিনেত্রী দিদি প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত।
‘দৃশ্যম’ ছবির হাত ধরে পরিচিতি পেয়েছেন ঈশিতা। সেই ছবিতে তিনি ছিলেন অজয় দেবগণের দত্তক কন্যা।
এদিন বেবি শাওয়ারের অনুষ্ঠানে অজয় না এলেও তাঁর পর্দার মেয়ে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন কাজল।