Kajol: একমাসে ১২ কোটি খরচ করলেন কাজল, কী কিনলেন নায়িকা?

Soumita Mukherjee Thu, 17 Feb 2022-10:25 pm,

নিজস্ব প্রতিবেদন: বরাবরই বেছে বেছে সিনেমা করেন কাজল। বছরে একাধিক ছবি করার পক্ষে নন তিনি। সম্প্রতি নতুন ছবি সালাম ভেঙ্কির শুট শুরু করলেন কাজল। 

 

এক সাক্ষাৎকারে কাজলের কাছের বন্ধু করণ জোহর বলেছিলেন যে, কাজল নাকি সবসময় সস্তার জিনিস খোঁজেন। এই স্বভাব তাঁর বরাবরই। 

 

কপিল শর্মা শোয়ে এসে কাজল নিজেই বলেছিলেন ফ্রিয়ের জিনিস তাঁর খুব ভালো লাগে। আর দরাদরি করা নাকি যেকোন ভারতীয়র জন্মগত অধিকার। তাই যেকোন জিনিস কিনতেই তিনি দরাদরি করেন। 

 

তাঁকে বন্ধুরা কৃপণ বললেও কাজল এবার এক মাসে ১১কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ফেললেন। 

 

জানুয়ারি মাসেই মুম্বইয়ে অভিজাত এলাকা জুহুতে একসঙ্গে দুটি অ্যাপার্টমেন্ট কেনেন কাজল। দশ তলায় অবস্থিত ২০০০ স্কোয়ারফিটের এই অ্যাপার্টমেন্টের মূল্য ১১ কোটি ৯৫ লক্ষ টাকা। অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্টার হয়েছে কাজলের নামে। 

 

বর্তমানে জুহুতে অজয় দেবগন ও কাজলের বাংলো। পাশাপাশি আন্ধেরির হিরানন্দানিতেও কাজলের একটি ফ্ল্যাট রয়েছে, যেটি ভাড়া দেওয়া আছে। সেই ফ্ল্যাট থেকে প্রতি মাসে ৯০ হাজার টাকা ভাড়া পান কাজল।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link