Kali Puja 2021: দেখে নিন কালীপুজোর পূর্ণাঙ্গ সময় ও তিথি
নিজস্ব প্রতিবেদন: আসছে আরও এক শক্তির আরাধনার দিন। দুর্গাপুজো (Durga Puja), লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) এবার আসছে কালীপুজো (Kali Puja 2021 )।
প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হল আদ্যশক্তি আরাধনা। একে শ্যামা পুজোও বলা হয়। আবার দীপান্বিতা কালীপুজোও বলা হয়।
আমাদের কালীপুজো (Kali Puja 2021) এবং দীপাবলি। অবাঙালিদের কাছে সেটাই দিওয়ালি (Diwali)। দীপাবলি অন্ধকার দূর করে আতসবাজি এবং আলোর রোশনাইয়ে চারদিন ভরিয়ে তোলার দিন।
কালীপুজোর (Kali Puja 2021) শুভ দিনে অনেকে লক্ষ্মী-গণেশের পুজোও করে থাকেন।
মাঘ মাসের কৃষ্ণা চতুদর্শীতে রটন্তী কালীপুজো (Kali Puja 2021 ) এবং জৈষ্ঠ্য মাসের কৃষ্ণ চতুদর্শীতে ফলহারিনী কালীপুজো হয়ে থাকে।
৪ নভেম্বর, বৃহস্পতিবার এবারের কালীপুজোর (Kali Puja 2021)। তিথি শুরু ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে। তিথি থাকবে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত।