Kalpataru Diwas 2022: কল্পতরু দিবসে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা, ভক্তশূন্য কাশীপুর উদ্যানবাটি

Sat, 01 Jan 2022-8:42 am,

আজ কল্পতরু উৎসব। আজকের দিনেই কল্পতরু হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব।  উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি সূচনা হয় এই উৎসবের। 

করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা।২০২২ এ ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব।

তবে বিশেষ পুজা-সহ অন্যান্য অনুষ্ঠান দেখা যাবে অনলাইনে। বিস্তারিত জানতে চোখ রাখুন www.rkmcudyanbati.org -এ। 

করোনা অতিমারীর কারণে ২০২১ সালেও কাশীপুর উদ্যানবাটির উৎসবে সামিল ছিলেন সাধারণ মানুষ। এবার কল্পতরু উত্সবের দিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষেধ। 

অন্যদিকে, বেলুড় মঠের তরফে আগেই সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ জানিয়ে দিয়েছিলেন, ভিড় এড়াতে ১-৪ জানুয়ারি বন্ধ থাকবে মঠ।

তবে ২০২২ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি।   সে নিয়ে প্রস্তুতি তুঙ্গে বেলুড় মঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশ নিতে পারেন বলে খবর সূত্রের।

প্রসঙ্গত, বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসব উপলক্ষ্যে পঞ্চবটী উদ্যান  ঘিরে মেলাও বসে। তবে করোনার চোখরাঙানিতে বন্ধ সে সব। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link