Kanchan-Sreemoyee Mehendi: মেহেন্দিতে হাতে শ্রীময়ীর নাম লেখালেন কাঞ্চন, শুরু প্রি-ওয়েডিং সেলিব্রেশন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৬ মার্চ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।
বৃহস্পতিবার ছিল তাঁদের মেহেন্দি ও সংগীত সেরেমনি।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মেহেন্দি সেরেমনির জন্য সাজছেন অভিনেত্রী।
মেহেন্দির জন্য শ্রীময়ী পরেছিলেন পিচ, লাল, হলুদ ও গেরুয়া কম্বিনেশনের জারদৌসী লেহেঙ্গা।
লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন পোলকা জুয়েলারি।
অন্যদিকে কাঞ্চন পরেছিলেন ক্যাজুয়াল। ব্লু ডেনিমের সঙ্গে সাদা শার্ট।
অভিনেত্রীর মেহেন্দির সঙ্গেই চলছিল নাচ-গানের অনুষ্ঠান।
নিমন্ত্রপত্রের মতো শ্রীময়ী মেহেন্দিতেও রয়েছে রাজস্থানী স্টাইল। তাঁর হাতে লেখা দেখা যায়, 'যদিদং হৃদয়ং তব/তদস্তু হৃদয়ং মম'
কাঞ্চন অবশ্য মেহেন্দি দিয়ে নিজের হাতে লিখেছেন শ্রী। বোঝাই যাচ্ছে শ্রীময়ীর নামই লিখিয়েছেন বিধায়ক।
১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। এবার সামাজিক নিয়ে মেনে বিয়ে। আপাতত জমজমাট প্রিওয়েডিং অনুষ্ঠান।