Kanchan Weds Sreemoyee: নতুন করে পথচলা, শ্রীময়ীর বন্ধনে বাঁধা পড়লেন কাঞ্চন
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে, তাদের বয়স নিয়ে অনেক আলোচনাই চলছিল নেটপাড়ায়। একসময় শোনা গিয়েছিল এই যুগলের বিয়ে হবে ৬ মার্চ। পরে শোনা গেল বিয়ে হচ্ছে ২ মার্চ।
শনিবার সন্ধে গড়াতেই কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন শ্রীময়ী চট্টোরাজ। দক্ষিণ কলকাতার একটি জায়গায় বিয়ের অনুষ্ঠান হল। ৬ মার্চ হবে রিসেপশন।
ভ্যালেন্টাইন ডে-তে আইনি বিয়েটা আগেই সেরে রেখেছিলেন দুজন। এবার সামাজিক। লাল বেনারসিতে মোহময়ী শ্রীময়ী। বেনারসির ডিজাইন নিজেই করেছেন শ্রীময়ী।
অভিনয় জগতের বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়াল বিয়েতে।
একসময় কাঞ্চনের রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যেতে শ্রীময়ীকে। শেষপর্যন্ত কাঞ্চনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রীর বিবাহ বিচ্ছেদের পরই বিয়ের সিদ্ধান্ত নিলেন দুজনে।