Kanchan-Sreemoyee: মলদ্বীপে জলকেলিতে মত্ত কাঞ্চন-শ্রীময়ী, হানিমুনের ছবি পোস্ট করতেই ট্রোলের বন্যা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের পরে হানিমুনে যাওয়ার সময় পাচ্ছিলেন না কাঞ্চন-শ্রীময়ী। এবার সব কাজ সামলে শহর ছাড়লেন তারকা দম্পতি।
বিয়ের ঘোষণা থেকে বারংবার ট্রোলের মুখে পড়েছেন তাঁরা। এবারও তার অন্যথা হল না।
সম্প্রতি ছিল শ্রীময়ীর জন্মদিন। জন্মদিনের পরেরদিনই হানিমুনে মলদ্বীপ গেলেন তাঁরা।
মলদ্বীপে যাওয়া থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করেন শ্রীময়ী। সেই ছবিতে দেখা যায় জলকেলিতে মত্ত কাঞ্চন ও শ্রীময়ী।
বোঝাই যাচ্ছে, শহরের কোলাহল থেকে দূরে একে অপরের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন তারকা দম্পতি।
কখনও লাল বিকিনি, কখনও আবার কালো বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী।
বুধবার একটি ছবি পোস্ট করেছেন শ্রীময়ী, যেখানে কাঞ্চনের পরনে নিওন গ্রিনের শর্ট তো শ্রীময়ী পরনে কালো বিকিনি।
ছবি পোস্ট করে শ্রীময়ী কমেন্ট বক্স বন্ধ রাখলেও। কাঞ্চনের ছবিতে তাঁকে নানা রকম কটাক্ষ করতে থাকেন নেটিজেনরা।