Kanchan Mullick: ধনতেরাস-দিওয়ালিতে সবাই হলেন মালামাল, কাঞ্চন হলেন ফকির!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীপুজোর সকালে একগুচ্ছ ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন কাঞ্চন মল্লিক।
ধনতেরাস-দিওয়ালিতে সবাই যখন হলেন ধনে সমৃদ্ধ, কাঞ্চন হলেন ফকির!
কাঞ্চনে পরনে তান্ত্রিকের পোশাক, মাথা ভর্তি জটা, মুখে মাখা ছাই, চোখ লাল।
অমাবস্যায় এ কী অবস্থা কাঞ্চনের?
সত্যিটা সামনে আনলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকই।
আসলে এটি তাঁর অভিনীত একটি চরিত্রের লুক।
ওটিটিতে সম্প্রতি রিলিজ হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের সিরিজ নিকষছায়া।
সেই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। সেই সিরিজেই তান্ত্রিকের ভূমিকায় কাঞ্চন মল্লিক।
কাঞ্চনের লুক যে চমকপ্রদ, তা আর বলার অপেক্ষা রাখে না।
ছবি পোস্ট করে কাঞ্চন লিখেছেন, 'আজ এই ঘোর অমাবস্যায় নিকষছায়া-য় #Hoichoi-তে আসছি আমি । দেখতে ভুলবেন না কিন্তু !'