Kangana Ranaut : `রাধে রাধে` গাইতে গাইতে বৃন্দাবনের বাঁকে বিহারী দর্শনে কঙ্গনা
সপরিবারে বৃন্দাবনে কঙ্গনা রানাওয়াত। পুজো দিতে পৌঁছেছিলেন বাঁকে বিহারী মন্দিরে। সেখানে প্রায় ২০ মিনিট সময় কাটান অভিনেত্রী ও তাঁর পরিবার
সোমবার বাঁকে বিহারী মন্দিরে পৌঁছেছিলেন অভিনেত্রী। গাড়ি থেকে নেমে সোজা VIP গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি। এদিন কঙ্গনার পরিদর্শনের জন্য কঠোর নিরাপত্তায় বলয়ে ঘিরে ফেলা হয় মন্দির চত্ত্বর।
মন্দিরে ঢুকে বৈদিক মন্ত্র উচ্চারণে পুজো দিতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে। ঘুরে দেখেন শ্রীকৃষ্ণ জন্মস্থান বলে কথিত নিধিবন মন্দির চত্ত্বর।
'ইমার্জেন্সি' ছবির হাত ধরে দ্বিতীয়বার ছবি পরিচালনায় আসছেন কঙ্গনা রানাওয়াত। সেকারণেই অভিনেত্রী পুজো দিতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে এদিন রাজনীতি সংক্রান্ত সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান অভিনেত্রী।
এদিন অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে, এবং অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে একযোগে 'জয় শ্রীকৃষ্ণ' এবং 'রাধে রাধে' বলতে শোনা যায় কঙ্গনাকে। অভিনেত্রী বলেন, 'শ্রীকৃ্ষ্ণ ও শ্রীরাধার দর্শন পেয়েছি আমরা সৌভাগ্যবান'।
মধুরা ও বৃন্দাবন দর্শনের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল।