বদলে গেল চেহারা, Kangana-র লুকে বড় চমক
বদলে গেলেন কঙ্গনা রানাউত। কি অবাক লাগছে শুনে? তাহলে কঙ্গনা রানাউতের পরপর দুটি ছবি দেখলেই সেই ছবি স্পষ্ট হয়ে যায়। যেখানে থলাইভি এবং ধাকড়-এর পরপর বেশ কয়েকটি ছবি শেয়ার করেন কঙ্গনা রানাউত। নিজের টুইটার হ্যান্ডেলেই ধাকড় এবং থলাইভির ছবি শেয়ার করে দর্শকদের চমকে দেন কঙ্গনা
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তাঁর বায়োপিকের কাজে ব্যস্ত হয়ে পড়েন কঙ্গনা রানাউত। থলাইভির জন্য কঙ্গনা নিজের ওজন বাড়াতে শুরু করেন। ওজন বাড়িয়ে প্রথমে থলাইভির লুক টেস্ট এবং পরে শ্যুটিং শেষ করেন কঙ্গনা। জয়ললিতার বায়েপিকে অভিনয় করতে গিয়ে সেখানকার একের পর এক ঝলকও প্রকাশ করেন কঙ্গনা। থলাইভির জন্য কঙ্গনা যেভাবে ওজন বাড়ান, ধাকড়-এর জন্য এরপর এক নাগাড়ে মেদ ঝরাতে শুরু করেন তিনি
ফলে থলাইভির কঙ্গনা এবং ধাকড়-এর কঙ্গনাকে দেখলে অবাক হয়ে যাবেন। এক নাগাড়ে ওজন বাড়ানোর পর ধাকড়-এর জন্য অভিনেত্রী কীভাবে আবার ছিপছিপে হয়ে গেলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেন কঙ্গনাকে
প্রযোজক রজনীশ ঘাই এবং সোহেল মাকলাইয়ের প্রযোজনায় ধাকড়-এর শ্যুটিং সম্প্রতি শেষ করেন কঙ্গনা। এই সিনেমায় কঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন রামপাল। নতুন বছরের শুরুতে টিম ধাকড়ের সঙ্গে জমিয়ে পার্টি করেন কঙ্গনা। সেখানেই অভিনেত্রীর মানালির বাড়িতে দেখা যায় অর্জুনকে।
থলাইভি এবং ধাকড়-এর শ্যুটিং এবং অন্য কাজ নিয়ে কঙ্গনা যখন ব্যস্ত, সেই সময় কৃষক আন্দোলন নিয়ে বিতর্কে জড়ান অভিনেত্রী। কৃষক আন্দোলন নিয়ে মার্কিন পপ তারকা রিহানর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে কৃষকদের কখনও 'জঙ্গি' আবার কখনও 'সন্ত্রাসবাদী' বলে কটাক্ষ করেন কঙ্গনা