ভাইয়ের বিয়ে, হিমাচলের বাড়িতে `বধাই` অনুষ্ঠানে কঙ্গনা রানাউত
সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতের ভাই অক্ষত। ইতিমধ্যেই অভিনত্রীর হিমাচলের বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। ভাই অক্ষত রানাউতের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করেছেন কঙ্গনা নিজেই। হিমাচলের ভাষায় যে অনুষ্ঠানকে 'বাধাই' বলা হয়ে থাকে।
ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিয়ো টুইটারে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ''আজ ঠাকুরদার মান্ডির বাড়িতে অক্ষির বাধাই। হিমাচলের রীতি অনুসারে এটা বিবাহের সূচনা পর্বের একটি অনুষ্ঠান। ঠাকুরদা এই অনুষ্ঠানের উদ্যোক্তা।''
কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বধাই অনুষ্ঠানের বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিদি রঙ্গোলি চান্দেল। যেখানে কঙ্গনাকে রঙ্গোলির ছেলে পৃথ্বীকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে।
গত বছর নভেম্বরে হয়েছিল কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বাগদান অনুষ্ঠান। সেই ছবিও পোস্ট করেছিলেন রঙ্গোলি।
রঙ্গোলির পোস্ট থেকেই জানা গিয়েছিল অক্ষতের হবু বউ রীতু পেশায় চিকিৎসক। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে জানিয়েছিলেন রঙ্গোলি।
ভাই অক্ষত রানাউতের বিয়ের দিনটা ঠিক কবে, তা অবশ্য কঙ্গনা বা রঙ্গোলি কারোর পোস্ট থেকেই জানা যাচ্ছে না।