বিতর্ক মাঝেই পুরোদমে কাজ শুরু কঙ্গনার, শেয়ার করলেন শ্যুটের ছবি
'থালাইভির' শ্যুটিং শুরু করে দিলেন কঙ্গনা রানাউত। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকের কাজ ফের শুরু করে দিলেন বলিউড 'কুইন'। শেয়ার করলেন অনুশীলনের ছবিও
নিজের কোরিওগ্রাফারের সঙ্গে ছবি শেয়ার করেন কঙ্গনা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্য়মে সেই ছবি প্রকাশ্যেও আনেন কঙ্গনা। নাচের অনুশীলনের মাঝে নিজস্বী তুলে তা শেয়ার করেন অভিনেত্রী
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে আসতে শুরু করেছেন কঙ্গনা রানাউত। কখনও বলিউডের একাংশের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ করছেন কঙ্গনা, আবার কখনও মহারাষ্ট্র সরকার এবং শিবসেনার বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে
কঙ্গনার সঙ্গে বিতর্কের মাঝে অভিনেত্রীর মুম্বইয়ের পালি হিলের অফিসের বেশ কিছুটা অংশ ভেঙে দেয় বিএমসি। যদিও বিএমসির তরফে দাবি করা হয়, বেআইনি অংশই ভেঙে দেওয়া হয়েছে। অনেক আগে থেকেই কঙ্গনাকে এ বিষয়ে জানানো হয় বলেও দাবি করে বিএমসি।
বিএমসির সঙ্গে বিতর্কের মাঝেই মুম্বই থেকে ফের মানালির বাড়িতে ফিরে যান কঙ্গনা রানাউত। যদিও হিমাচল প্রদেশে ফিরে গিয়েও বলিউডের একাংশের অভিনেতা, অভিনেত্রী এবং শিবসেনার সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ অব্যাহত