`আমার গলায় মুখ গুঁজে জোরে জাপটে ধরতেন`, বিস্ফোরক কঙ্গনা
বলিউডে যৌন হেনস্থা এবং 'মি টু ক্যাম্পেইনে' ফের মুখ খুললেন কঙ্গনা রানাউত, এবার তাঁর নিশানায় জনপ্রিয় পরিচালক বিকাশ বহেল
'কুইন'-এর শুটিংয়ের সময় প্রতিদিন মনের জোর নিয়ে বিকাশের সামনা সামনি হতেন বলে জানান কঙ্গনা রানাউত
'বিকাশ আমায় জড়িয়ে ধরে, চুলের মধ্যে মুখ গুঁজে বলতেন, তোমার গন্ধ আমার ভাল লাগে কে' দাবি কঙ্গনার
পরিচালক বিকাশ বহেল যখন তাঁর শক্ত করে জড়িয়ে ধরতেন, তখন অশ্লীল কথা বলতেন বলেও অভিযোগ কঙ্গনার
'বিকাশের ওই অভ্যেসের জন্য তিনি ভয় পেতেন, তাঁর সঙ্গে দেখা হলে, কিন্তু প্রত্যেকবারই তাঁকে হাগ করতে হত', এমনও জানান কঙ্গনা
'কুইন'-এর শুটিংয়ের সময় অনেক রাত পর্যন্ত পার্টি করতেন বিকাশ বহেল, কিন্তু, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন তিনি, যা নিয়ে তাঁকে অপমান করতেন পরিচালক। এমনও দাবি করেন কঙ্গনা
২০১৪ সালে 'কুইন'-এর শুটিংয়ের সময় বিয়ে করেন বিকাশ, ঘরে নতুন বউ থাকা সত্ত্বেও প্রতিদিন নতুন নতুন শয্যাসঙ্গিনী খুঁজতেন বিকাশ, দাবি কঙ্গনার
'শুটিং চলাকালীন বিকাশ আমার চুলের মধ্যে মুখ গুঁজে দিতেন এবং অশ্লীল মন্তব্য করতেন' বলে অভিযোগ করেন কঙ্গনা
'কুইন'-এর শুটিং-এর সময় কঙ্গনাকে প্রতিদিন জড়িয়ে ধরতেন বিকাশ, অভিযোগ অভিনেত্রীর
নিত্যনতুন শয্যা সঙ্গিনী খুঁজে বেড়ানোই নেশা বিকাশের, অভিযোগ কঙ্গনার
পরিচালক বিকাশ বহেলকে নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে গোটা বলিউড জুড়ে