Thalaivii-মুক্তি দিতে চাইছেন না মাল্টিপ্লেক্সের মালিকরা! `দলবাজি`র অভিযোগ Kangana-র
হাতে আর মাত্র কয়েকটা দিন, আগামী ১০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত জয়ললিতার বায়োপিক 'থালাইভি'। তবে তাঁর আগে ছবির মুক্তি নিয়ে মাল্টিপ্লেক্স মালিকদের বিরুদ্ধে 'দলবাজি' করার বিস্ফোরক অভিযোগ আনলেন কঙ্গনা।
'থালাইভি'র নির্মাতারা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেও মাল্টিপ্লেক্স মালিকরা এই ছবিটি সেখানে মুক্তি দিতে চাইছেন না বলে অভিযোগ করেছেন কঙ্গনা। আর এবিষয় নিয়েই শনিবার নিজের ক্ষোভ উগরে দিয়ে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন অভিনেত্রী।
ভিডিয়ো বার্তায় কঙ্গনা বলেন, ''আমি মহামারী চলাকালীন কতগুলি ব্যবসাকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল সে সম্পর্কে কথা বলতে চাই। সেই ব্যবসাগুলির মধ্যে একটি হল সিনেমার ব্যবসা। এক্ষেত্রে প্রেক্ষাগৃহের ব্যবসা কমে গেছে, এই পরিস্থিতিতে অনেক স্ট্রিমিং এবং ডিজিটাল প্ল্যাটফর্ম প্রচুর মুনাফা অর্জন করেছে। ''
কঙ্গনা জানান, '' আমাদের থালাইভি ছবিটি ৯০ কোটি টাকার বাজেটের একটি ছবি। ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের মহিলা কেন্দ্রিক চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি। আমাদের প্রযোজক বিষ্ণুবর্ধন ইন্দুরি এবং শৈলেশ সিং এই সময়ে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি। তাঁরা কঠিন পরিস্থিতিতে থিয়েটারগুলির পাশে থাকার জন্য ডিজিটালি ছবিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, আমরা সবাই থিয়েটারের মানুষ। কিন্তু আমরা তখন বুঝি নি, আমরা পাশে থাকলেও প্রেক্ষাগৃহ মালিকরাই আমাদের পাশে থাকবেন না।''
কঙ্গনার অভিযোগ, ''ছবিটিকে ভালোভাবে বানাতে অনেকটা টানা ব্যবহার করা হয়েছে, কিন্তু কিছু সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স আমাদের ছবিটি চালাতে দিচ্ছে না। ওঁরা যশরাজ সহ বেশকিছু বড় স্টুডিওর নাম নিয়ে বলছে, ওদের সঙ্গে চুক্তি রয়েছে, তাই ছবিটি চালাতে পারব না।''
কঙ্গনার প্রশ্ন, ''মাল্টিপ্লেক্স মালিকদের ভাবা উচিত কিছু স্টুডিওর কথায় প্রভাবিত হয়ে ওরা কিছু প্রযোজকদের শেষ করে দিতে চাইছেন। ভবিষ্যতে ওই বড় বড় স্টুডিয়ো যদি থিয়েটারে মানুষের না আসার কারণে শো বাতিল করেন, তাহলে মাল্টিপ্লেক্স মালিকদের সেই চুক্তি খাটবে তো? তখন ওনারা কীভাবে ব্যবসা করবেন? আমার মনে হয় থিয়েটার এবং মাল্টিপ্লেক্স মালিকদের উচিত 'গ্যাংসিজম' এবং 'গ্রুপিজম' কে পেছনে ফেলে দর্শকদের কীভাবে সিনেমা হলে ফিরিয়ে আনা যায় সেটা ভাবা।