বোর্ডিং স্কুলে পড়াকালীন সময়ের ছবি শেয়ার করলেন কঙ্গনা
স্মৃতির সরণি বেয়ে স্কুল জীবনে ফিরে গেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বোর্ডিং স্কুলে পড়াকালীন সময়ের বেশকিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)
স্কুল জীবনের প্রিয় বন্ধু রণিতা ও বন্দিনার ছবি শেয়ার করেছেন কঙ্গনা। তাঁদেরকে স্কুলে 'চার্লিস অ্যাঞ্জেল' বলা হত বলে লিখেছেন কঙ্গনা।
(ছবি-কঙ্গনার টুইটার)
২০০৬ সালে কঙ্গনার রানাওয়াতের প্রথম ছবি 'গ্যাংস্টার' মুক্তি পাওয়ার পর স্কুলের তরফে অভিনেত্রী সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই ছবিও শেয়ার করেছেন কঙ্গনা।
(ছবি-কঙ্গনার টুইটার)
চণ্ডীগড়ের DAV বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা করেন কঙ্গনা। কঙ্গনা বোর্ডিং স্কুলের হস্টেলের যে ছবি শেয়ার করেছেন, সেগুলি ২০০৩ সালের।
(ছবি-কঙ্গনার টুইটার)
তবে অবশ্য এই প্রথম নয়, এর আগেও স্কুলের দুই প্রিয় বন্ধু রণিতা ও বন্দিনার ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর সঙ্গে এখনও তাঁদের যোগাযোগ রয়েছে। (এই ছবিটি কঙ্গনা বেশকিছুদিন আগে শেয়ার করেছিলেন)
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)
(এই ছবিটি কঙ্গনা বেশকিছুদিন আগে শেয়ার করেছিলেন)
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)
(এই ছবিটি কঙ্গনা বেশকিছুদিন আগে শেয়ার করেছিলেন)
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)
(এই ছবিটি কঙ্গনা বেশকিছুদিন আগে শেয়ার করেছিলেন)
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)
(এই ছবিটি কঙ্গনা বেশকিছুদিন আগে শেয়ার করেছিলেন)
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)
(এই ছবিটি কঙ্গনা বেশকিছুদিন আগে শেয়ার করেছিলেন)
(ছবি-কঙ্গনার ইনস্টাগ্রাম)