`আমার স্বপ্ন, আত্মসম্মানের ধর্ষণ করা হয়েছে`, ভাঙা অফিসের ছবি শেয়ার করে বললেন কঙ্গনা
গত সোমবার মুম্বই থেকে মানালির বাড়িতে ফিরে গিয়েছেন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের বাড়িতে গিয়ে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। মানালির বাড়িতে ফিরে গিয়েও শিবসেনা এবং মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেছেন বলিউড অভিনেত্রী
মানালির বাড়িতে ঘরবন্দি রয়েছেন কঙ্গনা। তবে এবার বাড়িতে থেকেই মুম্বইয়ের পালি হিলের অফিসের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। পালি হিলের অফিস যেভাবে ভাঙচুর করা হয়েছে, নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নতুন নতুন ছবি প্রকাশ করে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কঙ্গনা
ভাঙা অফিসের ছবি শেয়ার করে কঙ্গনা বলেন, তাঁর স্বপ্নের ধর্ষণ করা হয়েছে। তাঁর আত্মসম্মান এবং ভবিষ্যতকে ধর্ষণ করে পিষে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেভাবে তাঁর অফিস ভাঙা হয়েছে, তাতে সেখানে ধ্বংসের চিহ্ন ছাড়া অন্য কিছু আর নেই। তাঁর অফিসকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন কঙ্গনা
গত ৯ সেপ্টেম্বর মানালি থেকে মুম্বইতে হাজির হন কঙ্গনা রানাউত। ওইদিনই তাঁর পালি হিলের অফিসে ভাঙচুর চালায় বিএমসি। কঙ্গনা মুম্বইতে পা রাখার আগেই বিএমসির তরফে অভিনেত্রীর অফিসের বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়
যদিও বিএমসির তরফে দাবি করা হয়েছে, কঙ্গনা পালি হিলের অফিসের যে অংশটুকুকে তারা বেআইনি বলে চিহ্নিত করেছিল, সেই অংশটুকুই ভাঙা হয়েছে। পাশাপাশি অভিনেত্রীর অফিসের বেশ কিছুটা অংশ বেআইনি বলে তাঁকে আগেই জানানো হয়েছিল বলেও দাবি করা হয় বৃহন্মুবই পুরসভার তরফে
যদিও কঙ্গনা রানাউত দাবি করেছেন, অফিস তৈরির জন্য এনসিপি নেতা শরদ পাওয়ারের ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। ওই ফ্ল্যাটের কিছু অংশ যদি বেআইনি হয়, তাহলে তার জবাবদিহি শরদ পাওয়ারকেই করতে হবে। যদিও পাওয়ারের তরফে এ বিষয়ে পালটা মন্তব্য করা হয়নি
অন্যদিকে কঙ্গনার অফিসের পর হাউসিং সোসাইটিকেও নোটিস পাঠিয়েছে বিএমসি। চেতক নামে ওই সোসাইটিতে রয়েছে কঙ্গনার ফ্ল্যাট। ওই সোসাইটিতে কতজন সদস্য রয়েছেন কিংবা গত ৩ বছর ধরে তাঁদের সমস্ত আলোচনা বিবরণ বিএমসিকে জানাতে হবে বলেও দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ