হায়দরাবাদে Thalaivii-র প্রিমিয়ার, Jayalalitha-র চরিত্রে Kangana-র অভিনয়ে মুগ্ধ দর্শক
নিজস্ব প্রতিবেদন: মুক্তি পেতে চলেছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক 'থালাইভি'। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি হায়দরাবাদে হয়ে গেল এই ছবির প্রিমিয়ার।
জয়ললিতার পাশাপাশি এই ছবির অন্যতম মুখ্য চরিত্র এম.জি.রামচন্দ্রন। সেই চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী।
প্রিমিয়ারে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। অনেকের মতে, এটাই কঙ্গনার এযাবৎ সেরা ছবি।
এই ছবির জন্য প্রথমে ছয় কেজি এবং পরবর্তীকালে কুড়ি কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী।
এই ছবির হাত ধরেই তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন কঙ্গনা। নতুন ইন্ডাস্ট্রিতে সবার সহযোগিতা পেয়ে মুগ্ধ অভিনেত্রী।
তামিল, তেলুগু ও হিন্দি, তিনটি ভাষাতে মুক্তি পেতে চলেছে 'থালাইভি'।
বাস্তবিক জীবনে জয়ললিতা ওয়েস্টার্ন ক্লাসিকাল পিয়ানোয় তালিম নিয়েছিলেন। পাশাপাশি ভরতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুরি, কথ্থক সহ একাধিক নৃত্যশৈলীতে পারদর্শী ছিলেন। এই ছবির জন্য সেই সব শিখেছেন কঙ্গনা।
ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির একটি গান। ছয়ের দশকের সংগীতের ধারা ফিরিয়ে আনা হয়েছে গানে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন ''যে সময় শিবসেনা আমার অফিস ভাঙে সেইসময়ই বিধানসভায় জয়ললিতার অপমানের দৃশ্য শ্যুট করি আমি। বাস্তবের সঙ্গে সিনেমার এই মিল আমাকে চমকে দিয়েছিলেন সেইসময়।"
১০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'থালাইভি'।